নিউজ ডেস্ক:ঝালকাঠির রাজাপুরে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন এক গৃহবধূ। অভিযোগ, মাত্র বিশ হাজার টাকা চাঁদা না দেওয়ায় তাঁর কেনা দুধের গাভীটি জোরপূর্বক নিয়ে গেছেন এক রাজনৈতিক নেতা। বিচার না পেয়ে শেষমেশ এক মাস বয়সী বাছুর কোলে নিয়ে হাজির হয়েছেন জেলা ও দায়রা জজ আদালত চত্বরে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আদালতের সামনে এমন দৃশ্য দেখে উপস্থিত জনতা বিস্মিত হয়। গৃহবধূ নারগিস আক্তারের দাবি, তিনি গার্মেন্টসে চাকরি করে সঞ্চিত অর্থে সদ্য একটি দুধের গাভী কেনেন। গাভীটির একটি বাছুরও রয়েছে। কিন্তু স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান তাঁর স্বামীর কাছে পাওনা টাকা দেখিয়ে জোর করে গাভীটি নিয়ে যান।
নারগিস জানান, তাঁর স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে এবং পরিবারের খোঁজখবর রাখছেন না। কয়েকজনের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত চত্বরে বসেই বোতলে করে বাছুরটিকে দুধ পান করাতে দেখা যায় তাঁকে।
অভিযুক্ত বেলাল খান বলেন, “প্রায় ৯ বছর আগে একটি সরকারি প্রকল্প থেকে নারগিসের স্বামীকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সেটি এখন সুদে আসলে দাঁড়িয়েছে ৩০ হাজার টাকা। ওই টাকা না দেওয়াতেই আমি গরুটি নিয়েছি।”
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য নুর আলম মল্লিক বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় মা-গরুর দুধ খাওয়ানোর শর্তে নারগিস বেলাল খানের বাড়ির দিকে ফিরে যান।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/