মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও : দিনে গরম ও রাতে ঠান্ডা। আবহাওয়ার এমন পরিবর্তনের ফলে ঠাকুরগাঁও জেলায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। কয়েক দিন ধরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গড়ে ২ শতাধিক শিশু রোগী ভর্তি থাকছে। ওয়ার্ডে শয্যাসংখ্যা কম থাকায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে রোগী রেখে চলছে চিকিৎসা। এতে রোগীরা নানা ভোগান্তির শিকার হচ্ছে। এক সঙ্গে এত সংখ্যক শিশুকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের ডাক্তার ও নার্সরা।
হাসপাতাল সূত্র জানায়, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে হাসপাতালের ৪৫ শয্যার বিপরীতে শিশু রোগী ভর্তি আছে ২১০ জন। ধারণ ক্ষমতার প্রায় ৫ গুণ রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়াও প্রতিদিন বহিরবিভাগে শতাধিক শিশু রোগীকে দেওয়া হয় চিকিৎসা।
এ বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় নিয়োজিত আছেন মাত্র ২জন চিকিৎসক ও ২জন সিনিয়র স্টাফ নার্স।
হাসপাতালের শিশু বিভাগে ঘুরে দেখা গেছে, ভর্তি রোগীদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তই বেশি। ওয়ার্ডের ভিতরে অনেক রোগী বেড না পেয়ে বারান্দার মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন তারা।ডাক্তার আসার আগে রোগীর স্বজনদের রোগীকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স তাজনেহার খাতুন বলেন, এতো রোগীর চাপ সামাল দেওয়া আমাদের পক্ষে কষ্টকর। অপরদিকে সারোয়ার হোসেন নামে শিশু রোগীর এক অভিভাবক বলেন, ডাকাডাকি করেও নার্স পাওয়া যাচ্ছে না।
সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন বলেন ২জন মাত্র নার্স দিয়ে ২১০ জন শিশু রোগীর ইনজেকশন দেওয়া, স্যালাইন দেওয়া ও খোলা, রক্তের নমুনা সংগ্রহ ও হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগীর সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে। এতে করে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহীন বলেন, প্রতিবছর সাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় শিশুরা সর্দিকাশি, জ্বর, শ্বাসকষ্ট সহ নানারোগে আক্রান্ত হয়।
তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ২৫০ শয্যার জনবলের চাহিদা চেয়ে একাধিকবার পত্র-সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে। জনবল ও শয্যাসংকট থাকায় রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা প্রদানে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ।
স্যালাইন ও ঔষুধ না পাওয়া প্রসঙ্গে তত্ত্বাবধায়ক বলেন, এত বিপুল সংখ্যক রোগীর চাহিদা অনুযায়ী সব ধরনের ঔষুধও সরবরাহ করা যায় না।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Respect to op, some fantastic selective information.
can you get cheap clomid pills clomid or serophene for men clomiphene for sale in mexico cost generic clomid online cost of clomid tablets how to buy cheap clomid order generic clomid without insurance