পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এ ক্যাম্পের আয়োজন করে।
ডা, শ্রীকান্ত রায়, ডায়াবেটিস বিশেষজ্ঞ পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল ও ইএসডিও কমিউনিটি এন্ড শিশু হাসপাতালের চিকিৎসক চিকিৎসক ডাঃ তন্ময়ী ঘোষ চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, স্বাস্থ্য কর্মকর্তা হেলাল উদ্দিন, ইউপি সদস্য বেলাল ইসলাম, উপজেলা সমন্বয়কারী আজিজুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস তানভীর/টাঙ্গন টাইম্স
https://slotbet.online/
legitimate canadian pharmacies: Canadian pharmacy shipping to USA – online pharmacy canada
mexican online pharmacy: mexico drug stores pharmacies – mexico pharmacies prescription drugs