ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী এবং ১৩ জন পুরুষ রয়েছেন। তারা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটকদের মধ্যে রয়েছেন—যশোরের বেনাপোল এলাকার পারভীন বেগম, শার্শার নুরুন নাহার বেগম, সদর উপজেলার শায়না শেখ, ঝিকরগাছার রহিমা গাজী, মনিরামপুরের বিলকিছ বেগম এবং নড়াইলের কালিয়া উপজেলার লাভলী, সামিউল মোল্লা ও আফসানা মোল্লা। এছাড়াও খাগড়াছড়ির দীঘিনালার রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নুরতাজ বেগম, সায়রা খাতুন ও সাহেল, ঝিনাইদহের কোটচাঁদপুরের নাসিমা বেগম, পটুয়াখালীর কলাপাড়ার ময়না বেগম এবং বরিশালের গৌরনদীর নাছিমা বেগম।
বিজিবি সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার রামপুর চাপাসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৮/২-এস থেকে ২০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করার সময় বিজিবির ৪২ ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—আটকরা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
https://slotbet.online/
clomid pct buy cheap clomiphene pill buy clomiphene clomid challenge test protocol can you buy generic clomid without a prescription can you buy generic clomid for sale clomiphene uk buy