ঠাকুরগাঁও প্রতিনিধি:অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ হাসানসহ অন্যান্য নেতারা।
সমাবেশে সদর উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, “সারজিস আলম বিএনপি মহাসচিবকে ‘স্যার’ না বলা পর্যন্ত তাকে ঠাকুরগাঁওয়ে ঢুকতে দেওয়া হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, “সারজিস আলমের পিতা আওয়ামী লীগ করতেন, আর তিনি নিজেও ছিলেন ছাত্রলীগে। এখন বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের অসম্মান করছেন—এটা কোনোভাবেই বরদাশত করা হবে না।”
নেতারা অভিযোগ করেন, সরকারের মদদপুষ্ট একটি গুপ্ত সংগঠন দেশের বিভিন্ন স্থানে গোপনে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ মানুষকে হত্যা করছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করছে। অথচ সরকার নির্বিকার দর্শকের ভূমিকায় রয়েছে। ফলে দেশে চরমভাবে অবনতি হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির।
তারা বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যুবদল রাজপথে আছে এবং থাকবে। কোনো নিপীড়ন বা ষড়যন্ত্রের কাছে যুবদল মাথানত করবে না।”
সোহেল/টাঙ্গন টাইমস