টাঙ্গন ডেস্ক:অসাধারণ ফর্মে রয়েছেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়ার পর এক ম্যাচ গোলশূন্য কাটলেও,আবারও ফিরে এলেন নিজস্ব ছন্দে। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এনে দিলেন বড় জয়।
নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মেসি ছাড়াও জোড়া গোল করেছেন তেলাস্কো সেগোভিয়া। আর একটি গোল এসেছে জর্ডি আলবার পা থেকে।
তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি মায়ামির। ১৪তম মিনিটেই স্বাগতিক নিউইয়র্ক রেড বুলসকে এগিয়ে দেন হ্যাক। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে মায়ামি। ২৪তম মিনিটে মেসির পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান জর্ডি আলবা।
এরপর ২৭ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একবার গোল করেন সেগোভিয়া,ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-১ ব্যবধানে লিড নেয় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে রোমাঞ্চকর ফুটবল উপহার দেন মেসি। ৬০তম মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৭৫তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই জয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রেড বুলস রয়েছে ১৫তম স্থানে।
ফর্মের তুঙ্গে থাকা মেসির এই পারফরম্যান্স আবারও প্রমাণ করলো-বয়স যেন শুধু একটি সংখ্যা মাত্র।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/