নিউজ ডেস্ক:কোরবানির ঈদ উপলক্ষে দেশের পশুর হাটগুলোতে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শুক্রবার (আজ) রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।
তিনি জানান, জেলা পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এসব ক্লিনিক স্থাপন করা হবে এবং সেগুলোতে ভেটেরিনারি সার্জনরা উপস্থিত থেকে গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করবেন।
উপদেষ্টা বলেন, “গরু-ছাগল কেনাবেচায় যারা জড়িত, তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। পাশাপাশি সীমান্ত পথে বিদেশি গরুর অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও নৌপুলিশকে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, কোরবানির ঈদ সামনে রেখে মন্ত্রণালয়ে ইতোমধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সীমান্তপথে বিদেশি গরু দেশে প্রবেশ করানোর চেষ্টা করতে পারে, তাই প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফরিদা আখতার বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কৃষির মতো হারে বিদ্যুৎ বিল না হওয়ায় ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” এ সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজশাহী বিভাগের প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের পরিচালকবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধিরা।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/