• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে দখলীয় সম্পত্তিতে বে-আইনি হস্তক্ষেপ বন্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল “বাঁধন” ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটের ১৫বছর পুর্তি উৎসব ঠাকুরগাঁওয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ৬; পাস করেনি কেউ ফ্রিতে ইংরেজি শেখার প্লাটফর্ম ‘ফ্লুয়েন্ট ফোকাশ’-এর যাত্রা শুরু ২১ বছরেও বেতনভাতার মুখ দেখেনি পুলিশ লাইন স্কুলের দুই শিক্ষিকা শ্রমিকরা খনিতে ফিরেছে, মধ্যপাড়ায় ফের পাথর উত্তোলন শুর শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম টি-টোয়েন্টি; পাল্লেকেলেতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ রিয়ালকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

ঠাকুরগাঁওয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ৬; পাস করেনি কেউ

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এবারের এসএসসি পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি। সদর উপজেলার সেনুয়া উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জানা গেছে, সেনুয়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র ২ জন শিক্ষার্থী। অপরদিকে, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ জন। কিন্তু হতাশাজনকভাবে কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এমন ফলাফলে স্কুলগুলোতে নেমে এসেছে চরম হতাশা ও উদ্বেগের ছায়া। অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় শিক্ষা কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন এবং বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন।

জানা গেছে মোট ৯ জন শিক্ষক নিয়ে প্রথমবারের মতো জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন শিক্ষার্থী।

অন্যদিকে সেনুয়া উচ্চ বিদ্যালয়টি ৮ জন শিক্ষক নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন শিক্ষার্থী।

একদিকে পর্যাপ্ত শিক্ষক অন্যদিকে এত কম শিক্ষার্থী তারপরেও শতভাগ ফেল বিষয়টি অবহেলা হিসেবে দেখছেন সুশীল সমাজ।

এ বিষয়ে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হবিবর রহমান ও সেনুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায় নি।

অবহেলা ছিল কিনা এ বিষয়ে জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করা মোট ৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিষয়টি দুঃখজনক। প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের সাথে কথা হয়েছে। এর পিছনে কোন অবহেলা থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁওয়ে মোট ৩৭৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১২ হাজার ৫০২ জন এবং পাশের হার শতকরা ৭০.৪৯। যা দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮ টি জেলার মধ্যে প্রথম স্থান দখল করে এগিয়ে রয়েছে ঠাকুরগাঁও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com