সোহেল রানা সাইদ, ঠাকুরগাঁও: দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ঠাকুরগাঁও রোড ইউনিটির আহব্বানে বিক্ষোভ মিছিল বের হয় ।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ২ টা ৩০ মিনিটের সময়ঠাকুরগাঁও রোড বালিয়াডাংগির মোড় থেকে তাওহীদি জনতার ব্যানারে প্রায় হাজার খানেক মানুষের অংশগ্রহণে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়।
এসময় ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান উঠে- ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’ স্টোপ কিলিং চ্রিলড্রেন, অফ প্যালাস্টাইন,‘ইন্ড ইসরায়েলী অ্যাপারথেড’, প্যালাস্টাইন উইল বি নেভার ওয়াক এলোন,স্টোপ ওয়ার সেভ দ্যা পিপল অফ প্যালেস্টাইন,ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নেতানিহাহুর দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিহাহুর চামড়া কুত্তা দিয়ে কামড়া’বয়কট বয়কট ইসরায়েলর পণ্য বয়কট প্রভৃতি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঠাকুরগাঁও রোডের প্রধান সড়ক। এই প্রতিবাদ মিছিল বালিয়াডাঙ্গি মোড় থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোড যুব সংসদ মাঠে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,ইসরায়েলের কোন পণ্য আমরা খাবো না।
দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়।আমরা ইসরায়েল সরকারসহ তার মদদদাতাদের স্পষ্ট বলতে চাই অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর কড়া মূল্য দিতে হবে।
ঠাকুরগাঁও রোড ইউনিটির আহব্বানে ইসরাইলি পণ্য বয়কট ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাহমুদ হাসান রাজু ও মুক্তার হোসেন বাবু সহ অত্র এলাকার মুসল্লিবৃন্দ।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
indian pharmacy online shopping: Medicine From India – medicine courier from India to USA
best rated canadian pharmacy: Express Rx Canada – trusted canadian pharmacy
Rx Express Mexico: mexico pharmacies prescription drugs – RxExpressMexico
buy antibiotics online cheapest antibiotics or best online doctor for antibiotics
https://toolbarqueries.google.com.my/url?sa=t&url=https://biotpharm.com buy antibiotics for uti
antibiotic without presription cheapest antibiotics and buy antibiotics from canada Over the counter antibiotics pills