টাঙ্গন ডেস্ক:ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। দুর্দান্ত ফর্মে থাকা ফাবিয়ান রুইজ জোড়া গোল করেন, ওসমান ডেম্বেলে একটি গোল এবং একটি অ্যাসিস্টে ম্যাচের ছন্দ ধরে রাখেন।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ফরাসি জায়ান্টরা। মাত্র ২৪ মিনিটেই স্কোরলাইন দাঁড়ায় ৩-০, মাদ্রিদ-সমর্থকদের সামনে হতাশার চিত্র ফুটে ওঠে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা গনসালো রামোস শেষ মুহূর্তে (৮৭ মিনিটে) যোগ করেন আরও একটি গোল।
রিয়াল মাদ্রিদের হয়ে এই ম্যাচেই প্রথমবার মাঠে নামেন সাবেক পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। সাত বছরে ২৫৬ গোল করে ক্লাব ছাড়ার পর এই ম্যাচে তাকে শুরু থেকেই খেলানো হলেও, পিএসজির রক্ষণভাগের কাছে ছিলেন একপ্রকার নিরুত্তাপ। গোলরক্ষক দোন্নারুম্মা মাত্র দুটি সেভ করতে হয়, বাকিটা সামলে নেন ডিফেন্ডাররা।
ম্যাচের শুরুতেই রিয়ালের ভুল কাজে লাগিয়ে ডেম্বেলে বল ছিনিয়ে দেন এবং পাস বাড়ান রুইজকে, যিনি ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান। এরপর ডেম্বেলেই নিজে গোল করেন রুডিগারের ভুলে।
এদিকে, দলে ছিলেন না রিয়ালের ইংলিশ তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড; শোনা যাচ্ছে অনুশীলনে চোট পেয়েছেন তিনি।
ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে গরম আর আর্দ্রতা মিলিয়ে তাপমাত্রা অনুভূত হচ্ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। উপস্থিত ছিলেন ৭৭ হাজারের বেশি দর্শক।
চ্যাম্পিয়নস লিগ জয়ের পর আবারো এক দুর্দান্ত ফুটবল প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হওয়ার পথে পিএসজি। রবিবার ফাইনালে তারা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসির।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/