পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে রেল কর্মচারীর মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটা পরিকল্পিত হত্যা কান্ড কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি রেল গেটের কোয়াটার মাইল দক্ষিনে রওশন ফিলিং স্টেশনের সংলগ্ন এলাকায়।
মৃত ব্যক্তি নাম ভারত (৫০) উপজেলার হাবড়া ইউনিয়নের কালিকাবাড়ী কুমারপাড়া গ্রামের সন্তোষ কুমারের ছেলে । সে একজন রেলওয়ে কর্মচারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদশীরা জানায়, মঙ্গলবার সকালে ওই রেলওয়ে কর্মচারীর হাত বাধা ও শরীর থেকে মাথা বিচ্ছিন্ন লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে জি আরপি ও মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় যায়।
পুলিশ জানায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত ও পরিচয়ের চেষ্টা চলাকালে তার পকেটে থাকা মানিব্যাগে রাখা রক্ষিত মোবাইল নম্বরে ফোন দিলে ভারতের প্রতিবেশী ও পরিবারের নিকট বিষয়টি জানাজানি হয়। পরে নিহতের ছেলে রিপন ঘটনাস্থলে এসে পিতার লাশ সনাক্ত করে ।
নিহতের পরিবার জানায়, দুর্বত্তরা তাকে হত্যা করে রেললাইনে ফেলে রেখে গেছে এবং ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নিহতের পরিবার আরও জানায়, সোমবার সকাল ১০ টায় বেতন তুলতে বাড়ি থেকে বের হয়ে গেলে আর বাড়িতে ফেরেনি। রাতে বার বার মোমবাইল ফোনে যোগযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম জানান লাশের সুরতাহাল শেষে দিনাজপুর মর্গে পাঠানো হবে। ঘটনার কারন উদঘাটনে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে ভারতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/