ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতি, লুৎফর রহমান মিঠুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এবং অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহারকে জেলা স্কাউটস’ এর জেলা কমিশনার নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা স্কাউটস এর কাউন্সিল শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা নতুন কমিটির ঘোষনা দেন।
কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, ইমাম গাজ্জালী মাসুম, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সুচরিতা দেব, যুগ্ম সম্পাদক দিপু হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) জালাল উদ্দীন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) ইকবাল হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) ফয়জুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) রহিমা খাতুন।
কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক সহ স্কাউটসের সদস্যরা ।
উল্লেখ করা হয়, নির্বচিত এই কমিটি ১০ জন সহকারি কমিশনার ও ৪ জন সহযোগী সদস্য নিয়োগ দিবেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
mexican rx online: mexico drug stores pharmacies – mexico pharmacies prescription drugs
mexico pharmacies prescription drugs: Rx Express Mexico – mexico pharmacy order online
RxExpressMexico: mexican rx online – mexico pharmacies prescription drugs
legit canadian pharmacy: Generic drugs from Canada – reputable canadian pharmacy
top 10 online pharmacy in india: Medicine From India – MedicineFromIndia
legit canadian pharmacy: Express Rx Canada – canadianpharmacy com