ঠাকুরগাঁও প্রতিনিধি: হঠাৎ ডাক্তারের গল্প আমরা অনেকেই বহুবার শুনেছি। হঠাৎ ডাক্তারদের বিভিন্ন কৃর্তি-কান্ডের বিষয় আমাদের সবার জানা আছে। এমনি একজন হঠাৎ ডাক্তার হওয়ার ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৫নং বালিয়া ইউনিয়নের বড়বালিয়া (পুলিশপাড়া) গ্রামের শাকিল ইসলাম নামে এক পশু চিকিৎসক।
গ্রামের সহজ সরল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চলছে তার ভুল চিকিৎসার মহোউৎসব। যত্রতত্র ঔষধ সরবরাহ এমনকি নিদিষ্ট স্থানে সুক্ষভাবে ইনজেকশন প্রয়োগ করার মতো জটিল বিষয়ও তার কাছে অতি সহজ। তার ভুল চিকিৎসার বলি হয়ে অনেকেই দামি গরু ছাগলটি হারিয়েছেন। অনেকেই আবার অসুস্থ পশুটি অল্পদামে বিক্রি করতে বাধ্য হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, পশু চিকিৎকের শাকিল ইসলামের নেই কোন শিক্ষাগত সাটিফিকেট ! নেই কোন যথাযথ প্রশিক্ষণ ! এমনকি ইংরেজিতে সে ঔষধের নামও উচ্চারণ করতে পারে না। আরোও শাকিল ইসলাম এর ভিজিটিং কার্ডে প্রচার চালাচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।
খোঁজ নিয়ে জানা যায়, সে একজন মানুষের দোকানে কর্মচারী। সামান্য বেতনে চাকরি করেন।
এ অভিযোগের বিষয়ে শাকিল ইসলামের কাছে জানতে চাইলে প্রতিবেদকের কাছে তিনি সেটা স্বীকার করেছেন।
৫নং বালিয়া ইউনিয়নের বড়বালিয়া (পুলিশপাড়া) মৃতঃ খায়ের উদ্দীন, ছেলে মোঃ শাকিল ইসলাম গ্রাম্য পশু চিকিৎসক কোন প্রশিক্ষণ ও বৈধ সনদপত্র ছাড়াই সম্পুর্নভাবে প্রাথমিক ধারনা থেকেই কয়েক লক্ষ প্রাণি সম্পদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এই ভূয়া পশু চিকিৎসকের বিরুদ্ধে এমনও অভিযোগ আছে যে, সে নিন্মমানের ঔষধ দিয়ে পশু চিকিৎসা করে সাধারন মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারনা করে যাচ্ছেন। পশু চিকিৎসক মোঃ শাকিল ইসলাম কোন প্রশিক্ষণ না থাকাতে সু-চিকিৎসার অভাবে প্রাণি সম্পদের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। যেমন গাভী প্রজজন ক্ষমতা হারাচ্ছে, বলদ চাষযোগ্য অবস্থা থেকে ছিটকে পড়ছে।
এছাড়াও অন্যান্য প্রাণি সম্পদগুলোর অনেক ক্ষেত্রে প্রাণহানি ঘটছে। তথা-কথিত পশু চিকিৎসক শাকিল ইসলাম শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে নানান প্রশ্ন। অন্যদিকে ভুয়া চিকিৎসক শাকিল ইসলামের দাপটে বৈধ এবং প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা পশু সম্পদের চিকিৎসা সেবা দিতে গিয়ে বিব্রতবোধ করে।
এ ব্যাপারে ভুয়া পশু চিকিৎসক মোঃ শাকিল ইসলাম কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি আমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারী শিখেছি। সার্টিফিকেট আছে কিনা জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
তবে তিনি বলেন আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
I like this web site so much, saved to my bookmarks. “Nostalgia isn’t what it used to be.” by Peter De Vries.
mexico pharmacy order online: mexican rx online – Rx Express Mexico
mexican rx online: mexico drug stores pharmacies – mexico pharmacy order online
pharmacy com canada: Express Rx Canada – canadian pharmacies compare