টাঙ্গন ডেস্ক:গত রাতে একাধিক ইসরায়েলি বিমান হামলায় ইরানে ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীর মৃত্যু নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অন্যতম হলেন ফেরেয়দুন আব্বাসি, যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (AEOI)-এর সাবেক প্রধান ছিলেন।
নিহতদের তালিকায় রয়েছেন মোহাম্মদ মাহদি তেহরানচিও। তিনি তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন এবং ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে সরাসরি যুক্ত ছিলেন।
এছাড়াও নিহত হয়েছেন শহীদ বেহেশতি ইউনিভার্সিটির তিনজন শিক্ষক—আব্দোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি।
ষষ্ঠ জনের পরিচয় এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে তার পদবী ‘মোতাল্লেবিজাদেহ’ বলে নিশ্চিত করেছে একটি সরকারি সূত্র।
ইরানের পক্ষ থেকে এই হামলাকে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” বলে অভিহিত করে প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/