টাঙ্গন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার কুমারপুর (দবিরপাড়া) গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী গণধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্ত:সত্তা। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বুধবার (২৮ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার।
গ্রেফতাররা হলেন উপজেলার ভুল্লী থানার কুমারপুর (দবিরপাড়া) গ্রামের মৃত সফিজ উদ্দীন ওরফে শুকারুর ছেলে আনছারুল ইসলাম (৪৫) এবং অপরজন হলেন একই গ্রামের মৃত আসির উদ্দীন ওরফে বিশারুর ছেলে আমছার আলী (৬৩)।
অভিযোগে জানা যায়, চলতি বছরের ১১ মার্চ ওই মাদ্রাসা ছাত্রী নিজ বাড়ির রান্না ঘরের পাশে ছাই ফেলতে গেলে একই গ্রামের শাহিনুর রহমান ওরফে বিশু (৪৩) তাকে টেনে হেচড়ে নিজের ঘরে নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষন করে। এছাড়াও শাহিনুর রহমান ওরফে বিশু ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষন করে।
আরও জানা যায়, গত ২১ মার্চ বাড়ির পাশে খেলতে গেলে আমছার আলী (৬৩) ওই ছাত্রীকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষন করে। এখানেই শেষ নয় এরপরে গত ৩০ মার্চ ওই ছাত্রী পার্শ্ববর্তী আনছারুল হক (৪৫) এর বাড়ির টিউবওয়েলে পানি খেতে গেলে সেও তাকে জোরপূর্বক ধর্ষন করে।
ঘটনার কিছুদিন পর ওই ছাত্রীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। পরে স্থানীয় চিকিৎসক জানায় ওই ছাত্রী ৫ মাসের গর্ভবর্তী। পরে ওই ছাত্রীকে চাপ প্রয়োগ করলে সে ধর্ষনের ঘটনাগুলো পরিবারকে জানায়।
পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একই গ্রামের ৩ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করলে গত মঙ্গলবার (২৭ মার্চ) পুলিশ অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে গ্রেফতার করে। মামলার আরেক আসামী হলেন উপজেলার ভুল্লী থানার কুমারপুর (দবিরপাড়া) গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো: শাহিনুর রহমান ওরফে বিশু (৪৩)।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন অভিযোগের প্রেক্ষিতে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
where to buy cheap clomiphene price clomid tablets uses in urdu how to buy cheap clomid tablets can you buy generic clomiphene prices can i order cheap clomiphene without insurance generic clomid online where can i buy generic clomiphene pill