ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বৈরী আবহাওয়ায় শুরু হলো এসএসসি/সমমানের পরীক্ষা। সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও যথারীতি সকাল ১০ টা থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ২০২৫ এসএসসি ও সমমানের পরীক্ষা।
ভোর থেকে বৈরী আবহাওয়ার কারণে দুশ্চিন্তায় পড়েন অভিভাবকসহ শিক্ষার্থীরা। বৃষ্টি ও ঘনকালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়েছিল চারিদিক। এমন পরিস্থিতিতে ভিজতে ভিজতে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে পরীক্ষার্থীদের।
ঠাকুরগাঁওয়ে এবারে ৪০ টি কেন্দ্রে মোট ২২ হাজার ৭২৪ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২৪ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৯৭৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭ টি কেন্দ্রে ২ হাজার ৮০৮ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৯ টি কেন্দ্রে ১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
আজ সকাল থেকেই দেখা যায় কেউ ছাতা নিয়ে, কেউবা ভিজতে ভিজতে আসছেন পরীক্ষা কেন্দ্র গুলোতে। একদিকে ঘনকালো মেঘ অন্যদিকে বিদ্যুৎ না থাকায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল কেন্দ্রের কক্ষগুলো। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান করা হয়। এতে স্বস্তি ফিরে আসে পরীক্ষার্থীদের মাঝে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় একযোগে ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে এসএসসি/সমমানের পরীক্ষা। প্রথম দিকে প্রতিকুল আবহাওয়া ও বিদ্যুতের সমস্যা থাকলেও পরবর্তীতে আলোর মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। সকল কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে এমনি আশা ব্যক্ত করেন তিনি।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
canadian medications Canadian pharmacy shipping to USA canadian family pharmacy
canada drugs online reviews: Canadian pharmacy shipping to USA – reddit canadian pharmacy
Rx Express Mexico: mexico drug stores pharmacies – mexico drug stores pharmacies
mail order pharmacy india: indian pharmacy – indian pharmacy online
canadian pharmacy 1 internet online drugstore: Generic drugs from Canada – best mail order pharmacy canada