টাঙ্গন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি ভবন থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সঞ্জয় নৃবিজ্ঞানের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্টাফদের কাছ থেকে জানা গেছে, তিনি ভবন থেকে পড়ে যান।”
জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, “ভোরে এক দারোয়ান ফোন করে বলেন, এক শিক্ষার্থী হলের ভেতরের রাস্তার পাশে পড়ে আছেন। পরে আমরা কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাই, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সঞ্জয় ভবন থেকে নিচে পড়ে যান। তবে তিনি স্বেচ্ছায় লাফ দিয়েছিলেন কি না, নাকি এটি দুর্ঘটনা ছিল—তা নিশ্চিত নয়।
এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সঞ্জয় তার ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি… আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী… আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার।”
সঞ্জয় বাড়াইক হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/