ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন,“আমরা যে কাজটি করতে পারিনি, আমাদের তরুণ ছাত্ররাই সেই কাজটি করতে পারছে। ছাত্ররাই পরিবর্তনের মূল শক্তি। যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছি, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারে না।”
রবিবার (৬ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে ভূল্লী থানা জামায়াত আয়োজিত ভোট কেন্দ্র কমিটির সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার বলেন,“১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, এরশাদবিরোধী আন্দোলনসহ সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টেও বীর সন্তানেরা রাজপথে নেমে আবারও প্রমাণ করেছে— ছাত্ররাই পরিবর্তনের মূল শক্তি।”
জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন,“তাদের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলার, মত প্রকাশের ও রাজনীতি করার অধিকার পেয়েছি। নিরাপদে ঘরে থাকার সুযোগ পেয়েছি। আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। কিন্তু ‘জুলাই সনদ’ ঘোষণা করতে সরকার যে গড়িমসি করছে, তা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এর নিন্দা জানাই।”
তিনি আরও বলেন,“আমরা আন্দোলন করছি কেবল একটি সরকারকে সরিয়ে আরেকটি সরকার বসানোর জন্য নয়— মৌলিক সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। নির্বাচনকে জনগণের জন্য ‘লেভেল প্লেইং ফিল্ড’ করে তুলতে হবে। জনগণ আর আওয়ামী লীগ মার্কা নির্বাচন চায় না।”
দেলাওয়ার হোসেন বলেন,“বিচার প্রক্রিয়ায় সংস্কার আনতে হবে। মামলাবাণিজ্য বন্ধ করতে হবে। এখন মামলা দিয়ে মানুষকে ধরা হয়, আবার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়— এ অনৈতিক চক্র বন্ধ করতে হবে।”
তিনি জানান,“ঠাকুরগাঁও পৌরসভার জন্য ৫০০ কোটি টাকার বরাদ্দ এসেছে। এই টাকা দিয়ে পৌরসভাকে ভিন্নভাবে গড়ে তোলা সম্ভব। এই বরাদ্দের প্রতিটি পয়সার সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামাআতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ, ভুল্লী থানা জামাআতের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা।
https://slotbet.online/