হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (ক্লাব) এর নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দ্বায়িত্বভার গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা এর সভাপতিত্বে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (ক্লাব) এর জেলা দক্ষিণের ক্লাস্টার চেয়ারম্যান খন্দকার আবুল হাসনাত (মিলন)।
নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যগন হলেন, সভাপতি সেলিম রেজা, সেক্রেটারি জহুরুল হক, সহসভাপতি রবিউল ইসলাম, ট্রেজারার মোঃ গোলাম রব্বানী, ডিরেক্টর কাওছার রহমান ও মোঃ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় অতিথি বৃন্দ হাকিমপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আগামীতে মডেল হিসেবে গঠন করার লক্ষে গঠন মূলক পরামর্শ দেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Medicine From India: medicine courier from India to USA – Medicine From India
certified canadian pharmacy: ExpressRxCanada – canadian pharmacies comparison
canadian pharmacy meds: Generic drugs from Canada – the canadian drugstore