ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দশ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা পার্টি অফিসটি দখল করেছে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন।
বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থিত জেলা আওয়ামীলীগ এর তিন তালা বিশিষ্ট কার্যালয় ভবনের দরজা খুলে ভেতরের আবর্জনা পরিষ্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দখলে নেয় উক্ত সংগঠনটি।
জুলাই যোদ্ধা সংগঠনের আহবায়ক রায়হান অপু জানান, আওয়ামীলীগ এখন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ একটি দল, তাই এ কার্যালয়ের আর দরকার নেই। এ ভবনে শিক্ষার্থীদের জন্যে জিমনেসিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে। যা যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সহায়তা করবে।
এসময় তার সাথে সহকর্মী রুবেল ইসলাম, হাফিজুর, সোহেল হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
how to get cheap clomid tablets order generic clomiphene without a prescription buy cheap clomid no prescription cheap clomiphene without rx how to get generic clomiphene no prescription rx clomiphene how to buy cheap clomiphene without prescription