টাঙ্গন ডেস্ক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির ভোট গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
১২ টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। একটি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অপরটি সাধারণ ঐক্য আইনজীবী পরিষদ। এতে মোট ২৫৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিদ্বন্দ্বী সদস্যরা হলেন-সভাপতি পদে মো: জয়নাল আবেদীন, সহ-সভাপতি পদে মো: দিদার আলী, মো: আনজামুল হক, সাধারণ সম্পাদক পদে মো: মোখদুম সাব্বীর, সহ-সাধারণ সম্পাদক পদে মো: হেলাল উদ্দীন সরকার, লাইব্রেরী সম্পাদক মো: সোহেল রানা, কোষাধ্যক্ষ পদে মো: আলিনুর ইসলাম, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক মো: নূরুল ইসলাম -২, সদস্য পদে মোছা: মাসুদা পারভীন, মো: রোহান আলী রায়হান, মো: অখিল-উজ-জামান, মো : মিজানুর রহমান।
সাধারণ ঐক্য আইনজীবী ঐক্য পরিষদের প্রতিদ্বন্দ্বী সদস্যরা হলেন-সভাপতি পদে মো: গোলাম রব্বানী, সহ-সভাপতি পদে মো: নওসাত আলী, মো: সফিকুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক পদে মো: ইউনুচ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে মো: জিল্লুর রহমান, লাইব্রেরী সম্পাদক মো: আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ পদে মো: মনিরুজ্জামান, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান, সদস্য পদে মো: ফজলে আলম, মো: এনায়েতুর রহমান।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
canadian pharmacies: ExpressRxCanada – canadian king pharmacy
buying prescription drugs in mexico: mexico pharmacies prescription drugs – Rx Express Mexico