• রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবারও মেসির জোড়া গোল,বড় জয়ে মায়ামি হাকিমপুরে কিন্ডারগার্ডেন স্কুল সোসাইটির কমিটি গঠন সভাপতি মোস্তফা সম্পাদক আওলাদ রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: নিহত ১, আহত ১২ ‎পিরোজপুরে জিয়াউর রহমান’র ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জাসাস’র মানববন্ধন রাজধানীতে পুলিশের নাম ভাঙিয়ে গণপরিবহনে বেপরোয়া চাঁদাবাজি ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় এক যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হিলিতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হিলিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকের   ১শ ২৬ টি মেহগনির চারা গাছ  কেটে নষ্ট  ফেলেছে  দুর্বৃত্তরা

হতাশাগ্রস্ত পরিবারগুলোর পাশে ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমবায় সমিতি

Reporter Name / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: জমি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদের হস্তান্তর, ক্রয়-বিক্রয়ে নির্ভরযোগ্য ভূমিকা রাখেন দলিল লেখকরা। রেজিস্ট্রি সংক্রান্ত জটিল কাজগুলো সহজ করে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তারা। কিন্তু হঠাৎ কোনো দলিল লেখকের মৃত্যু পুরো পরিবারকে দিশেহারা করে তোলে—আর্থিক অনিশ্চয়তা, ছেলেমেয়েদের পড়াশোনার অনিশ্চয়তা যেন থমকে দেয় তাদের জীবনের গতি।

এই কঠিন সময়ে মৃত সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমবায় সমিতি। সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর নেতৃত্বে সকলের সহযোগিতায় শোকাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান ও মানসিক সমর্থন দেওয়া হয়েছে।

নির্বাচনের মাত্র দুই মাস না যেতেই সংগঠনটি হারায় দুইজন সদস্যকে। সদ্যপ্রয়াত দলিল লেখক আশরাফ আলীর পরিবারের কাছে ৫০ হাজার টাকার চেক হস্তান্তরের সময় অশ্রুসিক্ত পরিবেশে সংগঠনের নেতারা জানান, সদস্যদের যেকোনো বিপদে তারা পাশে থাকবেন।

এরপর আবার মাত্র ১০ দিনের ব্যবধানে মোজাফফর হোসেন নামে আরও একজন সদস্যের মৃত্যুতে হতবিহ্বল পরিবেশ সৃষ্টি হয়। মোজাফফর হোসেন (৬০) ঠাকুরগাঁও রোড এলাকার হরিনারায়নপুরের মাষ্টার পাড়ার বাসিন্দা ছিলেন। দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে কাজ করেছেন তিনি। সেই পরিবারকেও একইভাবে সমবেদনা জানিয়ে মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করে কথা রেখেছেন সংগঠনটির নেতারা।

এই মানবিক কার্যক্রম জেলার সকল পেশাজীবী সংগঠনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সংগঠনটির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মরহুম দলিল লেখক মোজাফফর হোসেনের স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে মুন্না ইসলাম বলেন, সংগঠনটি আমাদের অনেক কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে। আর্থিক অনুদানের পাশাপাশি নানা সহযোগিতা করেছে। এ ধরনের ভালো কাজ আমরা আগে কখনো দেখিনি। পরিশেষে নব নির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন মৃত দলিল লেখক পরিবারের সদস্যরা।

সদ্যপ্রয়াত সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংগঠনটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমবায় সমিতি সদস্যের আস্থার জায়গা। প্রতিটি সদস্যের সুখে দুঃখে সবসময় আমরা পাশে আছি এবং থাকবো। ভবিষ্যতে এ অনুদানের পরিমাণ আরো বৃদ্ধি হবে এবং সদস্যদের কল্যাণে কাজ করে যাবেন এমন আশ্বাস দেন তিনি।

অশ্রুসিক্ত নয়নে অনুদানের চেক মৃত দলিল লেখক পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সভাপতি আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক সচিন্দ্রনাথ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক নরেশ চন্দ্র, দপ্তর সম্পাদক মনমথ অধিকারীসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

সোহেল/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com