ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ।
শনিবার (১৩ এপ্রিল) বিকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬) এবং বাঁশঘেরা গ্রামের হামিদুর রহমানের ছেলে শাহ আলম (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়ন ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে করে খোঁচাবাড়ি বাজারে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মোস্তাফিজুর রহমানের মোটরসাইকেলের সঙ্গে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নয়ন।
স্থানীয়রা আহত অবস্থায় মোস্তাফিজুর ও তার সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
https://slotbet.online/
indian pharmacy online: indian pharmacy online shopping – reputable indian pharmacies
canada drugs reviews: Generic drugs from Canada – best canadian pharmacy to order from
mexican online pharmacy: RxExpressMexico – Rx Express Mexico
canadian drugs online: Generic drugs from Canada – canadian pharmacy online ship to usa
canadian discount pharmacy: Generic drugs from Canada – canadian family pharmacy