ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জনস্বার্থবিরোধী হয়রানিমূলক প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে জেলার বিদ্যুৎ গ্রাহকরা।
সোমবার (১২ মে) ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলা প্রশাসক চত্বর থেকে জেলার নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয় এবং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহŸায়ক মাসুদ আহাম্মদ সুবর্ন এর সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহŸায়ক কামরুল হাসান, মমিনুর রহমান বিশাল, যুগ্ম সদস্য সচিব তানভীর হাসান তানু, সৈয়দ মোস্তফা হোসেন মনি, সদস্য সাইফুল ইসলাম প্রবাল, ফরিদ হোসেন, জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ মাহামুদ সাচ্চু প্রমূখ।
বক্তারা বলেন, আগে টাকা পরে বিদ্যুৎ এই পদ্ধদির বিদ্যুৎ প্রিপেইড মিটার ঠাকুরগাঁওয়ে করতে দেয়া হবে না। এলাকার অধিকাংশ মানুষ নি¤œ আয়ের। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এক লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে লুটে নিয়ে যায় সরকারের ঘনিষ্ঠ গুটি কয়েক কোম্পানী। সেই লুটেরা-দুর্নীতিবাজদের পেট ভরানো আরেক প্রকল্প হচ্ছে প্রিপেইড মিটার। যা জনগণকে হয়রানি, ভোগান্তি ও অতিরিক্ত টাকা আদায় ছাড়া কিছুই দিতে পারেনি। তাই এই পদ্ধতি বাতিল করে গ্রাহকদের হয়রানি মুক্ত করার আহবান জানান।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
clomid sale get cheap clomid online cost of clomiphene no prescription order clomiphene pills can i purchase cheap clomid without rx where can i buy generic clomid price clomid price