• শনিবার, ১০ মে ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আ’লীগ নিষিদ্ধকরণ ও সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন নিয়ে উপদেষ্টার বক্তব্য ঠাকুরগাঁওয়ে ফিল্মি কায়দায় আসামী ছিনতাই: পুলিশের উপর হামলা! অবৈধভাবে ভারত থেকে দেশে আসার সময় ঠাকুরগাঁওয়ে বিজিবির হাতে আটক-১০ ঠাকুরগাঁওয়ে মির্জা রহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বিরামপুরে গাড়ি চাপায় এক কিশোরের মৃত্যু পার্বতীপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরন ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা! ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় খেলা দেখতে উৎসুক জনতার ভিড় ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে অসুস্থ্য ছাগলের মাংস খাসি হিসেবে বাজারজাতের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

Reporter Name / ৭৮৩ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

টাঙ্গন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতির প্রায় সাড়ে ছয় বছর পর ঠাকুরগাঁওয়ের সালন্দর শিংপাড়া এলাকায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের যাত্রা শুরু হলো।

শনিবার (১৩ জুলাই) দুপুর দুইটায় এ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

এ সময় উপস্থিত ছিলেন. ঠাকুরগাঁও- আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম প্রমুখ ।

মন্ত্রী বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প নিয়েছে সরকার।

শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ প্রকল্প পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন ৬০ কোটি টাকা ব্যয়ে আগামী দুই বছরের মধ্যে ‘ঠাকুরগাঁও শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ’ নির্মান কাজ শেষ করা হবে। তিনি আরও বলেন সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটির আওতায় দেশের আরও ১৩ টি নতুন জেলায় ১১শ ১৫ কোটি ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হবে।

অবহেলা ও পশ্চাৎপদতা থেকে আলোর দিকমুখিতা হচ্ছে রংপুর বিভাগের উত্তর জনপদের একটি জেলা ঠাকুরগাঁও । সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম আক্ষেপের সুরে বলেন দেরীতে হলেও সরকারের সুনজর পড়েছে এ জেলায় । তিনি শেষে বলেন, ‘ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’টি’ চালু হলে এ জনপদ কর্মচঞ্চল হয়ে উঠবে এবং অর্থনীতির গতিশীলতায় বিশেষ ভুমিকা রাখবে ।

২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও বড় মাঠে আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ঠাকুরগাঁও-এ বিশেষ অর্থনীতি অঞ্চল, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, পাবলিক বিশ^বিদ্যালয় স্থাপন, আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠাকুরগাঁও পৌরসভাকে আধুনিক মানের শহর রুপান্তরসহ বেশ কিছু প্রতিশুতি দিয়েছিলেন জেলাবাসিকে’ ।

সম্প্রতি ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে একনেকে অনুমোদন দেওয়া হয় । খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনে কাজ শুরু হয়েছে। অনেক আগে আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু হয়েছে । কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রায় সাড়ে ছয় বছর পরও ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নে ছোঁয়া লাগেনি । এনিয়ে জনরোষা সৃষ্টি হয়েছে ।

পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বলেন- পৌর শহরের রাস্তা-ঘাট, আধুনিকমানের বিনোদনকেন্দ্রসহ বেশকিছু প্রকল্পের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে । একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। টাকা ছাড় পেলেই শহর উন্নয়নের কাজ শুরু হবে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com