• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অস্বচ্ছল মায়েদের শাড়ি কাপড় উপহার পর্যটন কেন্দ্র করা হবে রাণীশংকৈল রাজা টংকনাথের রাজবাড়ি ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জেলা ইজতেমা ইসরায়েল বেশি দিন টিকবে না : আয়াতুল্লাহ আলী খামেনি অন্তবর্তী সরকারের সংস্কার প্রচেষ্টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সমর্থন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সফর শেষ ঢাকা ত্যাগ করেছেন ১০ম গ্রেডের দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ঠাকুরগাঁওয়ে পাউবো’র এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ ! বৈরী আবহাওয়াতেও ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ইজতেমা

যে হাসিনাকে ১৬ বছরে পতন করাতে পারেননি, আমরা তা পেরেছি -সারজিস আলম

Reporter Name / ৩৬৩ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিগত ১৬ বছরে হাসিনা সরকার যে ফ্যাসিবাদী নষ্ট সিস্টেমগুলি তৈরী করেছে, এই সিস্টেমগুলি বাংলাদেশে বর্তমান প্রজন্ম চায়না বলেই তাদের নেতৃত্বে শেখ হাসিনার পতন হয়েছে। যে হাসিনাকে আপনারা সকলে মিলে ১৬ বছর ধরেও পতন করাতে পারেননি, আমরা তা পেরেছি।

শনিবার (১৪ সেপ্টেম্বর)  বিকেলে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচনের বিষয় নিয়ে বলা হয় যে, ঠাকুরগাঁওয়ে কে নির্বাচিত হবে তা নির্ধারণ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাহলে নতুন স্বাধীনতার পর তাদেরকে কেন ওই ঠাকুরগাঁওয়ের সীমান্তের দিকে ঝুকতে হবে আর কেনই বা আপনাদের চলে যেতে হবে। আপনাদের এ দূর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। কারন সারা জীবন আপনাদের ভোটটি একটি মার্কার জন্য ফিক্সড করে রেখেছেন। আপনি যখন একটি নিদৃষ্ট জায়গায় ফিক্সড হয়ে যান তখন আপনার মূল্য কমে যায় এটাই স্বাভাবিক।

এখানে বালিয়াডাঙ্গিতে যে দবিরুল এমপিকে বারবার নির্বাচিত করেছেন সেই আপনাদের ভ’মি দখল করেছে। শুধু তাতেই ক্ষান্ত থাকেননি। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার সব জায়গাতেই তারা পরিবারতন্ত্র কায়েম করেছে। আমাদের এ ছাত্র জনতা পরিবারতন্ত্রকে কোনভাবেই মেনে নেয়না নেবেনা। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশের যা কিছু হবে তা ছাত্র জনতার রায় থেকে হবে, কোন পরিবারতন্ত্র থেকে না কোন ফ্যাসিবাদ সিস্টেম থেকে নয়।

সীমান্ত হত্যা এবং পররাষ্ট্রনীতি নিয়ে সারজিস বলেন, আমাদের চারপাশে যে সীমান্ত রয়েছে । আমাদের সেসব সীমান্তে ফেলানির মত আর কাউকে ঝুলে থাকতে দেখতে চাইনা। যদি আজকের পর থেকে এম কোন ঘটনা ঘটে তাহলে হয় তাদের উপযুক্ত বিচার করতে হবে নাহলে বাংলাদেশে ছাত্র জনতা ওই রাষ্ট্র গুলোকে কিভাবে জবাব দিতে হয় তা আবার আমাদের দেখিয়ে দিতে হবে। আমাদের সুনিদৃষ্ট বার্তা, আগামির বাংাদেশের যে পররাষ্ট্রনীতি হবে তা হবে ছাত্র জনতার মতামতের ভিত্তিতে। আমরা কোন স্বামী-স্ত্রী পররাষ্ট্রনীতি চাইনা।

সারজিস বলেন, আমরা যে রাষ্ট্র সংষ্কারের কথা বলছি তা আমাদের নিজ বাড়ি নিজ পরিবার থেকে করতে হবে। যে দালালরা অবৈধ ভাবে ইনকাম করছে তারা প্রত্যেকেই কেউ না কেউ আমাদের প্রত্যেকের পরিবারের অংশ। ফ্যাসিবাদি দালালি সিস্টেম গুলি যদি আমরা আমাদের পরিবার থেকে, আমাদের ঘর থেকে দূর করতে পারি তাহলেই আমরা রাষ্ট্র সংষ্কার করতে পারবো।

দেশের প্রতিটি ঘরে ঘরে সন্তানদের ভালো ডাক্তার , ইঞ্জিনিয়ার , পাইলট, জজ, ব্যারিষ্টার বানানোর পাশাপাশি ভালো মেধাবি রাজনীতিবীদ বানানোর মানষিকতা থাকতে হবে। আমাদের প্রতিটি জিনিস ওই সংসদ থেকে নির্ধারিত হয়। তাই ওই সংসদে আমাদের আপনাদের মত যোগ্য ব্যাক্তিরা বসতে না পারে তবে অথর্বরা বসে বিগত ১৬ বছরে আওয়ামীলীগ যে করাপটেড সিস্টেম তৈরী করেছে তার আবারো চিত্রায়ন দেখা যাবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক মিশু আলী সুহাস, রকিব রানা মাসুদ সহ অন্যান্যরা। এছাড়াও মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ে নিহত এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

One response to “যে হাসিনাকে ১৬ বছরে পতন করাতে পারেননি, আমরা তা পেরেছি -সারজিস আলম”

  1. أنابيب الفولاذ المقاوم للصدأ في العراق تتميز مصنع إيليت بايب كمزود رئيسي لأنابيب الفولاذ المقاوم للصدأ في العراق، معروفة بجودتها الاستثنائية وموثوقيتها. تم تصميم أنابيب الفولاذ المقاوم للصدأ لدينا لتحمل الضغوط العالية ودرجات الحرارة القصوى، مما يجعلها مناسبة لمجموعة واسعة من التطبيقات الصناعية والتجارية. يضمن استخدام المواد الممتازة وعمليات التصنيع المتقدمة أن توفر أنابيبنا قوة فائقة وطول عمر. كواحدة من الأسماء الأكثر موثوقية في الصناعة، تلتزم مصنع إيليت بايب بتقديم منتجات تفوق التوقعات. استكشف أنابيب الفولاذ المقاوم للصدأ لدينا بمزيد من التفصيل بزيارة موقعنا الإلكتروني على ElitePipe Iraq.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com