পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুর – ফুলবাড়ী সংসদীয় এলাকার ফুলবাড়ী নিম তলা মোড়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা ও পথসভায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন, এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক তাসনীম জারা ও যুগ্ন মূখ্য সংগঠক পার্বতীপুর -ফুলবাড়ি নির্বাচনী ৫ এর এনসিপি মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুল আহাদ। উৎসুক ছাত্র জনতার ব্যাপক উপস্থিতিতে পথসভাটি জন সভায় রুপ নেয়।
বক্তৃতাকালে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে প্রায় দেড় হাজার ছাত্র জনতা আত্মাহুতি দিয়ে শহীদ হয়েছেন প্রায় ৩৩ হাহার আহত হয়ে পঙ্গুত্ব বরন সহ চোখ হারিয়ছেন ফ্যাসিষ্ট উৎখাতের জন্য। শহীদদের আত্না ও স্বজনদের আহাজারি বাতাসে ভাসছে এখনো থামেনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যারা ফের ঐ পতিত শক্তিকে এক্সিট দেয়। দিতে চায়। তারা এদেশের মানুষের রাজনীতি করেনা। তাদের সংযোগ অন্য কোথাও। তিনি আরো বলেন এ দেশ ও দেশের মানুষের জীবন মান এবং সার্বিক পরিবর্তন করতে হলে কার্যত সংস্কার ও সংবিধান পরিবর্তনের বিকল্প নেই। পুলিশী সংস্কার সংবিধান পরিবর্তন এবং জুলাই ঘোষনা বাস্তবায়ন ও সংবিধানে তা সংরক্ষণের দাবীতে ৩ আগষ্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশে সকলকে উপস্হিত থাকার আহবান জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ঐক্যমতের মুল কাঠামোতে ও জুলাই সনদের বিরোধিতা করে একটি পক্ষ আমাদের বলে ৩০ মিনিটে নাকি রাজ পথ থেকে আমাদের ফাঁকা করে দেবে আমি তাদেরকে বলতে চাই ১৬ বছরে যাদের কিছু করতে পারেন নাই আমরা সাত মিনিটে তা করিয়ে দেখিয়েছি বিধায় আমাদের হুমকি ও মৃত্যুর ভয় দেখাবেন না। পক্ষ টি আরো বলে আমরা নাকি আবেগে জুলাই বিপ্লব সংঘটিত করেছি। মনে রাখবেন আবেগ ছিল বলেই দেশ প্রেম ছিল আর তাই আমরা রক্ত ও জীবন দিতে জানি রক্ত আরো দেব তবু পুরনো ধাচে দেশকে ফেরাতে দেবনা।
নাসির পাটোয়ারী বলেন, জানি আপনারা এখন অনেক ভাল আছেন কারন এদেশের মানুষ এখন স্বাধীন ভাবে বসবাস করছে। হাজারো শহীদ ও হাজার হাজার ছাত্র জনতাকে পঙ্গু করে হাসিনা ভারতে পালিয়ে দাদার বাড়ীতে আশ্রয় নিয়েছে। তাকে ধরে এনে বিচারের কাঠ গড়ায় দাড় করাতে হবে। জুলাই রেজিম সংবিধানে সংযোজন ছাড়া আমরা সংটটে পড়ব। শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে।
মুখ্য সংগঠক তাসনীম জারা বলেন, এইতো সেদিন যে ছেলেটি রাজনীতির কথা শুনতে পারতনা এখন সেই ছেলেটি রাজনীনীতি ছাড়া কিছুই বুঝেনা। এ চেতনার জন্ম দিয়েছে রংপুরের শহীদ আবু সাঈদ। যার শহীদি আত্নার সিড়ি বেয়ে আজ দেশের মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে।দেশ ফ্যাসিষ্ট মুক্ত হয়েছে।
যুগ্ন মুখ্য সংগঠক ডাঃ আহাদ বলেন, ফুলবাড়ীর মানুষের হাজার বছরের সংস্কৃতি ধ্বংস করে এই মাটির নীচ থেকে কয়লা তুলতে দেয়া হবেনা এনসিপি সেই চেতনা লালন করে। শুধু তাই নয় শহরবাসীর সমস্যা নিরসনে আগামীতে ফুলবাড়ি বাইপাস সড়ক নির্মান জরা হবে। সভা পরিচালনা করেন এনসিপি ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি। উপস্থিত ছিলেন পার্বতীপুর ফুলবাড়ি দু উপজেলার এনসিপির সকল নেতাকর্মী সমর্থকবৃন্দ ও আপামর জনতা।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/