টাঙ্গন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,সংস্কার ছাড়া নির্বাচন হবে না। একটা সফল গণঅভ্যুত্থানের পড়ে আমরা আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না।ঘুষ, নির্যাতন, দখলদারিত্ব আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আমরা অসহ্য করব না।
জুলাই পদযাত্রার ১৩ তম দিনে রবিবার(১৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ মিনারে এক পথসভায় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল।দেশের মানুষের প্রতি তারা অনেক নির্যাতন করেছে।গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সহ এমন কোন অপকর্ম নাই যে ফ্যাসিস্ট সরকার করে নাই। তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই।শেখ হাসিনার অত্যাচারে মানুষ রাস্তায় নেমে এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল।
নাহিদ বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পথে নেমেছি।শহর গ্রাম ঘুরে সাধারণ মানুষের কথা শুনছি, তাদের সমস্যা গুলোর ভিত্তিতে গড়ে তুলছি ভবিষ্যতের রূপরেখা।
এর আগে সকাল ১১ টায় কেন্দ্রীয় নেতা কর্মীরা পিরোজপুর সারকিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উওরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/