টাঙ্গন ডেস্ক:প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং আর কার্যকর ব্যাটিংয়ে ৮৩ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ।
ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাস ও শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে ভর করে ২০ ওভারে ১৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ৩০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর শানাকা ও নিসাঙ্কা কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে টানতে পারেননি বেশিক্ষণ। তাদের ৪১ রানের জুটিই ছিল ইনিংসের একমাত্র উজ্জ্বল মুহূর্ত। এই জুটি ভাঙেন রিশাদ হোসেন,যিনি এ ম্যাচে ৩ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
শেষ পর্যন্ত মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। নিসাঙ্কা করেন সর্বোচ্চ ৩২ রান,শানাকার ব্যাট থেকে আসে ২০। এ ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশের পক্ষে রিশাদ ৩টি,সাইফউদ্দিন ও শরিফুল ২টি করে উইকেট নেন। মোস্তাফিজ ও মিরাজ শিকার করেন একটি করে উইকেট।
এই জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। এখন সিরিজ নির্ধারণী ম্যাচ গড়াচ্ছে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে,যা অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৬ জুলাই)। জয় যার,সিরিজ তার,এখন অপেক্ষা রুদ্ধশ্বাস ফাইনালের।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/