ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটের পাশে সদ্য নির্মিত বেলতলা শুক নদীর ওপর সেচ প্রকল্প এলাকায় সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর আশেপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুলাই) এ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁওয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল প্রকল্প এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া, বন বিভাগের সহকারী সংরক্ষক নুরুন্নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় শুক নদীর ওপর নির্মিত নন্দনীয় বেরিবাঁধ সংলগ্ন এলাকায় বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
উল্লেখ্য, “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। শহরজুড়ে ১০ লক্ষাধিক গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবেই বেলতলা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোহেল/টাঙ্গন টাইমস
https://slotbet.online/