ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ বাধে।
এতে দুপক্ষের কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়।
হরিপুর উপজেলা নিবাহী অফিসার আরিফুজ্জামান বলেন, দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
https://slotbet.online/
https://rxexpressmexico.shop/# mexican online pharmacy
best canadian pharmacy to order from: Express Rx Canada – canadian pharmacy online
india pharmacy mail order: medicine courier from India to USA – indian pharmacy online
indian pharmacy: medicine courier from India to USA – Medicine From India
discount ed pills ed pills for sale or how to get ed meds online
http://www.dougabbs.com/i/index.cgi?mode=redirect&ref_eid=2139&url=https://eropharmfast.com buy ed meds online
cheapest online ed meds ed online treatment and cheap boner pills buy erectile dysfunction pills