• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক ঘোড়াঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ শ্রমিকে কারাদণ্ড আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে পুন:বহালের প্রতিবাদে মানববন্ধন হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ ও পরিকল্পনা সভা ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ফিরে পায়নি ছেলেকে, মানববন্ধনে মায়ের আকুতি ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, চার কারখানা মালিককে জরিমানা বিরামপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা হাকিমপুরে অনুষ্ঠিত

Reporter Name / ৪০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কৃন্দর্পপুর গ্রামে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। খেলা উপলক্ষে হিলিসহ আশ পাশের বিভিন্ন এলাকা থেকে ৮টি ‘তান্ত্রিক’ দল অংশ নিতে আসে ‘গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা’ প্রতিযোগিতায়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খেলা চলে। খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ।

দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতারূপী তুলারাশির ১২ জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের ‘মন্ত্রের’ মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে, সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন।

এ জন্য ‘তান্ত্রিক’রা সঙ্গে মানুষের মাথার খুলি, সাপ,লাঠি, জবাফুল, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় ও গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র।

এ খেলা উপভোগ করতে কন্দর্পপুর মাদ্রাসা মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা সন্ধ্যায় কামদিয়ার ‘তান্ত্রিক’দলকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী দলকে খাসি ও রানার্সআপ তিনটি দলকে হাস পুরস্কার দেয় আয়োজক কমিটি। এছাড়া খেলায় অংশগ্রহণকারী সব দলকেই পুরস্কৃত করা হয়। তন্ত্রমন্ত্র দিয়ে এ খেলা করে থাকেন।

খেলার আয়োজক কামরুজ্জামান শুভ বলেন, এত মানুষ খেলা দেখতে আসবে, তিনি ধারণাই করতে পারেননি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে  যেতে বসেছে। তাই এই আয়োজন করা হয়েছে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

One response to “গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা হাকিমপুরে অনুষ্ঠিত”

  1. Kuşadası gece hayatı escort Kullanılan ürünler gerçekten çok iyi, cildim yumuşacık oldu. https://www.biswabanglanews.com/?p=2092

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com