• বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও দলিল লেখক সমিতির নেতৃত্বে ওয়াদুদ-মোজাম্মেল

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ছবি: ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেন আব্দুল ওয়াদুদ সরকার ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর সাব রেজিস্টার এর কার্যালয়ে সংগঠনটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে ১১ টি পদের মধ্যে ৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনে ভোটের মাধ্যমে জয়লাভ করেন তারা।

এর মধ্যে সভাপতি পদে চেয়ার মার্কায় ৪৮ ভোট বিজয়ী হয়েছেন আব্দুল ওয়াদুদ সরকার এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাতা মার্কায় ২৬ টি ভোট পেয়েছেন আবুল হোসেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে হরিণ মার্কায় ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোজাম্মেল হক এবং বাইসাইকেল মার্কায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ২৮ ভোট।

এছাড়াও সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলমগীর। সহ-সম্পাদক পদে গরু গাড়ি মার্কায় দেলোয়ার হোসেন পেয়েছেন ৪৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত কলম মার্কায় আব্দুল মালেক পেয়েছেন ২৯ ভোট। প্রচার সম্পাদক পদে নরেশ চন্দ্র বর্মন মোরগ মার্কায় ভোট পেয়েছেন ৪৫ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বৈদ্যুতিক পাখা মার্কায় আলতাবুর রহমান পেয়েছেন ২৮ ভোট। দপ্তর সম্পাদক পদে মনমথ অধিকারী মাইক মার্কা নিয়ে ৪১ ভোট ও বই মার্কা নিয়ে জুয়েল ইসলাম পেয়েছেন ৩২ ভোট। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক সচিন্দ্রনাথ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, কার্যকরী সদস্য আওয়াল হোসেন, মনির হোসেন ওবায়দুর রহমান, পশির উদ্দিনগণ।

নির্বাচন পরিচালনা কমিটি উপজেলা সমবায় কর্মকর্তাগণ এবং উপ-কমিটিগনের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সংগঠনটির ত্রিবার্ষিক এ নির্বাচন পরিচালনা করেন, সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম, কর্মকর্তা শামসুন্নাহার, জাহিদুর রহমান। এছাড়াও নির্বাচনের উপকমিটির সদস্য পদে ছিলেন আব্দুল মানিক, সফিউল আলম।

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। পোষাকধারী পুলিশি নিরাপত্তা সহ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।

নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, ভোটারদের ভালোবাসা ও সমর্থনে আগামী তিন বছরের জন্য আমরা দায়িত্ব পেয়েছি। সুখে দুঃখে সমসময় সকলের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 

এস তানভীর/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com