পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ায় টানা নয়দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছে।
জুন মাসের শেষার্ধে চারজন শ্রমিকের কিছু অযৌক্তিক দাবি এবং কোম্পানির আইন বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান জেটিসি তাদের দুই মাসের বেতন পরিশোধ করে অব্যাহতি দেয়। এর প্রতিবাদে ২ জুলাই থেকে কিছু শ্রমিক খনির গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে এবং অন্য শ্রমিকদের খনিতে প্রবেশে বাধা দেয়। এতে করে খনির উত্তোলন কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। খনি সংরক্ষণ ও বিদেশি বিশেষজ্ঞদের নিরাপত্তা বিঘ্নের আশঙ্কায় ঠিকাদারি প্রতিষ্ঠান জেটিসি অনির্দিষ্টকালের জন্য ভূ-অভ্যন্তর থেকে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে। দু’পক্ষই অনড় অবস্থানে থাকায় উত্তেজনা বাড়তে থাকে।
শেষ পর্যন্ত গতকাল বুধবার দুপুরে কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শ্রমিক প্রতিনিধি, জেটিসি কর্তৃপক্ষ, এমজিসিএল প্রতিনিধি, পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে শ্রমিকরা কাজে ফেরার সিদ্ধান্ত নেয় এবং খনির কার্যক্রম আবার সচল হয়।
প্রতিদিন মধ্যপাড়া খনি থেকে তিন শিফটে প্রায় ৫,৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়। এতে সরকার প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আয় করে। বর্তমানে খনির সারফেস ভাগে সাড়ে বারো লাখ মেট্রিক টন প্রসেসিংকৃত অবিক্রিত পাথর মজুদ রয়েছে। সারফেস ইয়ার্ডে পাথর সংরক্ষণের ধারণক্ষমতা প্রায় ১৪ লাখ মেট্রিক টন।
এ বিষয়ে জেটিসির প্রতিনিধি ও খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জোবায়েদ হোসেন বলেন, “শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে খনির উত্তোলন কাজ আবার শুরু হয়েছে।”
https://slotbet.online/