উপজেলা নির্বাচনে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে সারা দেশে এখনো ঠাঁয় দাঁড়িয়ে রয়েছেন এমপি-মন্ত্রীদের স্বজনরা। দলীয় হাইকমান্ডরে কঠোর নিদের্শনাও আমলে নিচ্ছেন না তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ডের নিদের্শনা অমান্য করে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অর্ধডজন এমপি-মন্ত্রীর স্বজনরা মাঠে রয়ে গেছেন।
এ দিকে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বৈঠকের দিকে দলের এমপি-মন্ত্রীদের স্বজনসহ দলের সকল স্তরের নেতা-কর্মীরা তাকিয়ে রয়েছেন যে আওয়ামী লীগের সভাপতি এ বিষয়ে সিদ্ধান্তের জন্য। আওয়ামী লীগের একধিক নেতা জানিয়েছেন, দলীয় কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। ওই সিদ্ধান্তের বিষয়ে তাঁকিয়ে রয়েছেন তারা।
নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ৩০ এপ্রিল। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, বার বার দলের কেন্দ্রীয় হাইকমান্ডের কঠোর বার্তা শর্তেও এখনো পর্যন্ত মাঠ ছাড়েননি এমপি-মন্ত্রীদের স্বজনে। যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ফলে ভোট নিয়ে তৃণমূল আওয়ামী লীগে একটি শঙ্কা রয়েই যাচ্ছে যে, সুষ্ঠু ভোট হবে কীনা? প্রভাবমুক্তভাবে ভোটাররা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে খোদ ক্ষমতাসীন দলের তৃণমূলের নেতা-কর্মীদের ভেতরে।
স্থানীয় দলীয় সূত্রগুলো জানিয়েছে, উপজেলা নির্বাচনে অংশ গ্রহণকারী একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের নিদের্শনা অমান্য করে এমপি-মন্ত্রীদের আত্মীয় স্বজন শুধু প্রার্থীই হচ্ছেন না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন নির্বাচিত হয়, সেজন্য নানাভাবে প্রার্থীতা প্রত্যাহারের হুমকি-ধামকি দিচ্ছেন। এ নিয়ে দলীয় সভানেত্রীর কাছে অভিযোগ দিয়েছেন একাধিক প্রার্থী। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিনের সরকারি সফর শেষে গতকাল দেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা হবে। ওই সভায় এমপি-মন্ত্রীদের নিদের্শ অমান্যকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা হবে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
আরএম/ টাঙ্গন টাইমস
https://slotbet.online/