ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার রনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত লিপি আক্তার (৩৬) রনশিয়া গ্রামের ফিরোজ জ্জামানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, লিপি আক্তার দুপুরে ঝড়-বৃষ্টি আসছে দেখে বাড়ির পাশে ভুট্টার শুকনো গাছ তুলতে যান। এ সময় বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, দুপুরে বজ্রপাতে লিপি আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাড়ির পাশে ভুট্টার ডাটা তুলছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম ডন বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস