নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁও থেকে ৫ মাস বয়সী এক শিশুকে চুরির অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। তবে পুলিশ বলছে ওই যুবক একজন মানসিক রোগী বলে জানা গেছে।
বুধবার (১৫ নভেম্বর) জেনারেল হাসপাতালের ইসিজি বিভাগে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ইসিজি বিভাগে কর্মরত সুমাইয়া আক্তার নামে এক নারী তার ৫ মাস বয়সী পুত্র সন্তান আবু কাবসা সুনায়েনকে সঙ্গে নিয়ে ডিউটিতে আসেন। অভিযুক্ত মেহেদী হাসান শিশুটিকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাচ্চার চিৎকার শুনে ইমার্জেন্সি বিভাগের স্টাফ ও সাধারণ জনতা বাধা দেয়। এ সময় মেহেদী হাসপাতালে চেয়ার টেবিল ও রিসেপশনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাধারণ জনতা তাকে আটক করে। পরে পুলিশকে জানালে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম বলেন, আজ সকাল ১১টার সময় অভিযুক্ত মেহেদী হাসান তার বাবাসহ হাসপাতালে আসে। এরপর সে একটি বাচ্চাকে নিয়ে পালিয়ে যেতে চায়। ঠিক সেই সময়ে তাকে যখন আটক করার চেষ্টা করা হয় তখন সে অফিস ভাঙচুর করে।
অভিযুক্ত মেহেদীর বাবা বলেন, আমি এখানে চিকিৎসা নিতে এসেছিলাম আমার ছেলেকে সাথে নিয়ে। আমার ছেলের মানসিক সমস্যা রয়েছে। হঠাৎ করে এ ধরনের ঘটনা ঘটাবে আমি বুঝতে পারিনি।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ কবির বলেন, সকালে একটি বাচ্চাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে মেহেদিকে আটক করে। পরে পুলিশ ফোর্স গিয়ে থানায় নিয়ে আসে, তবে জানা গেছে, ছেলেটি মানসিক রোগী।
https://slotbet.online/
Real fantastic information can be found on web site.Raise range
ремонт iphone на дому в москве