স্টাফ রিপোর্টার
ঢাকা : নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে কে আসতেছে, কে আসতেছে না এই পার্ট এখন শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশে নির্বাচনের ঝড় উঠে গেছে। যারা নির্বাচনে আসবে না, তারা খড় কুটোর মত ভেসে যাবে।
বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আজ ছিল নির্বাচনে মনোনয়ন ফরম দাখিল শেষ দিন।
মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমি দেখেছি, মাঠে যারা ধান চাষ করে, তারাও এখন নির্বাচন নিয়ে আলাপ- আলোচনা করছে। এই নির্বাচনের ঝড়ে নির্বাচন বিরোধীরা টিকে থাকতে পারবে না।
নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশি- বিদেশী অনেকেই নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছিলেন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলেন আজ শেষ সময়। এখন সময় পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। উৎসব মুখর পরিবেশ ৩০টির মত নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচনের অংশ নিতে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। কাজেই অংশগ্রহনমূলক নির্বাচন হচ্ছে।
তিনি আরো বলেন, যারা ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে অংশগ্রহন করেছিল তারা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল জনগণ তাদের মতলব বুঝে ফেলেছে। এবারের নির্বাচনী ঝঢ়ে তারা টিকতে পারবে না। আগামী নির্বাচনে জনগণের বিপুল অংশগ্রহনের মধ্য দিয়ে তারা ভেসে যাবে।
দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, ১৭ ডিসেম্বরে পর্য়ন্ত অনেক সিদ্ধান্ত অপেক্ষা করে আছে। এখন পর্য়ন্ত এই বিষয়ে কিছু বলার নেই। ১৭ ডিসেম্বরের পরে যারা স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।
https://slotbet.online/
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
mexico pharmacies prescription drugs: mexico pharmacies prescription drugs – RxExpressMexico
canadian discount pharmacy: onlinecanadianpharmacy – canadian pharmacy
RxExpressMexico: mexico pharmacy order online – mexican online pharmacy