• শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আ’লীগ নিষিদ্ধকরণ ও সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন নিয়ে উপদেষ্টার বক্তব্য ঠাকুরগাঁওয়ে ফিল্মি কায়দায় আসামী ছিনতাই: পুলিশের উপর হামলা! অবৈধভাবে ভারত থেকে দেশে আসার সময় ঠাকুরগাঁওয়ে বিজিবির হাতে আটক-১০ ঠাকুরগাঁওয়ে মির্জা রহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বিরামপুরে গাড়ি চাপায় এক কিশোরের মৃত্যু পার্বতীপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরন ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা! ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় খেলা দেখতে উৎসুক জনতার ভিড় ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে অসুস্থ্য ছাগলের মাংস খাসি হিসেবে বাজারজাতের অভিযোগ

চিকিৎসার জন্য ১১ জনকে বিদেশে পাঠানো হয়েছে, আরও ২৮ জনকে পাঠানো হবে

Reporter Name / ৫৫৮ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

টাঙ্গন ডেস্ক : অন্তর্র্বতী সরকার ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আহত ১১ জনের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আরও ২৮ জন আহতকে একই রকম চিকিৎসার জন্য পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে দুজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। আরও ২৮ জনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

আলম উল্লেখ করেন, ২৮ জনের মধ্যে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ট সমন্বয়ের মাধ্যমে ১-৮ জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত আটজন এবং তাদের পরিবারের চার সদস্যের জন্য দ্রুত ভিসা প্রদান নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

মুখপাত্র বলেন, এই প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোর সহযোগিতা রয়েছে।

আলম আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার দিয়েছে এবং ঢাকায় সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ট যোগাযোগ বজায় রেখেছে, যারা তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করেছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আহত ব্যক্তিদের বিদেশে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাজ করার ক্ষেত্রে এই উদ্যোগের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় চিকিৎসা বিবরণ, আর্থিক সহায়তা ও ডকুমেন্টেশন সরবরাহ করেছে।

আলম বলেন, ‘বাংলাদেশের বিদেশি মিশনগুলো এবং ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর সম্মিলিত প্রচেষ্টা এ প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে।’

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি তদারকি করছে এবং সর্বাধিক সহায়তা প্রদানের জন্য নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করছে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

5 responses to “চিকিৎসার জন্য ১১ জনকে বিদেশে পাঠানো হয়েছে, আরও ২৮ জনকে পাঠানো হবে”

  1. Hi there are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you require any html coding knowledge to make your own blog? Any help would be really appreciated!

  2. Thanks for one’s marvelous posting! I certainly enjoyed reading it, you could be a great author.I will remember to bookmark your blog and will eventually come back later on. I want to encourage continue your great work, have a nice holiday weekend!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com