টাঙ্গন ডেস্ক: দেশি বিদেশি একটি চক্র এবং পতিত সরকারের গোষ্ঠীর লোকেরা বিভিন্নভাবে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ঘটনার নাকট সাজিয়ে প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সীমান্তে ৩০০ থেকে ৪০০ মানুষ ভারতে চলে যাওয়ার জন্য জমায়েত করেছিল। প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে পরিষ্কার ভাবে জানা গেছে এটি ছিল সাজানো একটি নাটক।
বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহাল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে ফখরুল বলেন, এটি সাজানো নাটক না হলে, তারা সেখানে সবাই খালি ছিল, সাথে তাদের স্ত্রী কন্যা সন্তান কেউ নেই। কিন্তু তারা বলছে চলে যাচ্ছেন। এটা সম্পূর্ণ একটি নাটক। ভারতকে একটি ধারণা দেওয়া যে তারা এখানে নির্যাতিত হচ্ছে তারা এই দেশে থাকতে পারবে না। আর এটিকে তাদের একটি গোষ্ঠী প্রচার করছেন। ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি যা ঘটেছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। তাই এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। যাতে ভুল বা মিথ্যা সংবাদ প্রকাশিত না হয়।
তিনি দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আপনারা দেখেছেন যে আমাদের দল এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলার নেতাকর্মী কাজ করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি এখানে আমাদের দলের কোন লোকজন জড়িত আছে ও থাকে তাহলে ডিসি ও এসপিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছ আমাদের পক্ষ থেকে।
এছাড়াও আমাদের দলের পক্ষ থেকে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই আমরা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা গুজবে কান দেবেন না, ইন্সুরেন্স ছড়াবেন না, প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের এবং সারা দেশবাসীর সাংবাদিকদের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করবেন। সকলকে বর্তমান সরকারকে সহযোগিতা করাও অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা|
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/