• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত, আহত-৩ ইউপি ভূমি সহকারী কর্মকর্তার দুর্নীতি তদন্তে, কর্মকর্তা নিয়োগ ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু আদিবাসীদের নিয়ে দিনব্যাপী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত সাংস্কৃতিক চর্চার আরেক প্রাণ পুরুষ রবিউল আজম ঠাকুরগাঁয়ে একটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন বন্যার্তদের ৪ লাখ টাকা দিলেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা খুলনা জুট ওয়ার্কার্স ইনষ্টিটিউটের সম্পত্তি  রক্ষায় সভা অনুষ্ঠিত এমপি’র ছোঁয়ায় শত কোটি টাকার মালিক মুক্তা রাণী ! বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণপূর্বক পুনর্বাসনের আহবান কৃষি উপদেষ্টার

সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে আ’লীগ – মির্জা ফখরুল

Reporter Name / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। যখন তারা মানুষের সামনে দাঁড়াতে পারে না, তখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। এটা তাদের অপচেষ্টা, কৌশল, খেলা।

মঙ্গলবার (১৩ আগষ্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজ মাঠে “ঐক্য ও সম্প্রীতি সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন যখন তারা সমস্ত খেলায় পরাজিত হবে, নির্বাচনে হেরে যাবে, তখন তারা বলবে হিন্দু ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একটি গাছে ফুলের মত ফুটে রয়েছে। আমাদের এ সম্পর্কের মধ্যে তারা ফাটল ধরাতে চায়। আওয়ামীলীগ এগুলো ছড়িয়ে দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করতে চায়। আমাদের কথা খুব পরিস্কার, রাজনৈতিক যখন কোন পট পরিবর্তন হয়, তখন একটা গলযোগ হয়, সেই গন্ডগোলটা কখনও ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। আমরা সব সময় হিন্দু ভাইদের ভোট পেয়েছি, তাহলে আমরা তাদের কেন আলাদা ভাববো।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন প্রায় ১৫ বছর আমরা একটা সৈরাচারী, ফ্যাসিস্ট, ভয়াবহ নির্যতনকারী শাসক গোষ্ঠীর দ্বারা নির্যাতিত, নীপিড়িত। আমাদের প্রায় ৭শ নেতা কর্মী গুম হয়েছে। প্রায় হাজার খানিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অন্যান্য ইউনিয়নগুলোর মত এই ইউনিয়নের হাজারও নেতা কর্মী মামলা খেয়েছেন। গণ গ্রেফতার করে এই সরকার ১৫ বছর কাটিয়েছে। প্রায় ২৭ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এত নির্যাতনের পরেও আপনারা কখনও হাল ছেড়ে দেননি।

তিনি বলেন এবার আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা যখন আন্দোলন শুরু করলো তখন সরকার প্রায় ৬ জনকে হত্যা করেছে। পুলিশ যখন নিরিহ ছেলেদের গুলি চালালো তখন শিক্ষার্থীরা গর্জে উঠলো। সান্ধ আইন চালু করা হলো। কিন্তু তাকে অগ্রাহ্য করে হাজার হাজার মানুষ রাস্তায় নামলো। অসংখ্য ছেলে যখন মারা গেল তখন তাদের বাবা-মারাও রাস্তায় নেমে আসলো। ঠাকুরগাঁওয়ে ৪ আগস্ট হাজারও নেতা কর্মী বড় মাঠে একত্র হয়ে আন্দোলন করেছেন।

মির্জা ফখরুল আরও বলেন, এসবের মধ্যে একটি ঘটনা চোখে পরেছে, অবিশ্বাস্য। যেটা হলো লক্ষ লক্ষ মানুষ, ছেলে, মেয়ে, শিশু, বৃদ্ধ সকলে রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলেছে, গুলি কর আমরা রাস্তা ছেরে যাবো না। আপনাদের রংপুরের সাঈদের কথা মনে আছে, মুগ্ধর কথা মনে আছে নিশ্চয়। এই ভয়াবহ দানবীয় সরকারের পুলিশ তাদের গুলি করে মারলো। যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের সাধারণ মানুষজনের উপরে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছে হাসিনা। ৫ তারিখে দুপুরে দেশ ছেড়ে পালিয়েছে। তার দোসরেরা পালিয়েছে, অনেকে পালাতে পারে নাই। পালিয়েও লাভ হবে না। আমরা বলেছিলাম, কোনদিকে পালাবে তুমি, কোন দিকে পথ নাই। উত্তরে পর্বতমালা, দক্ষিণে বঙ্গপোসাগর কোন পালাবার পথ নাই। আওয়ামীলীগের ওই অবস্থা হয়েছে।

তিনি আরও বলেন, আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর যে অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে, আলেম ওলামাদের ফাসি পর্যন্ত দিয়েছে। বিএনপির নেতা কর্মীদের দিনের পর দিন কারাগারে রেখেছে, আমিও কারাগারে ছিলাম অনেকদিন। তার পরেও শেষ রক্ষা হয়নাই, পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন আশ্রয় নিয়েছে দিল্লিতে। ব্রিটেন অস্বীকার করেছে, অ্যামেরিকা বলেছে নিবে না। এখন পর্যন্ত ভারতও অফিসিয়ালি আশ্রয় দিতে রাজি হয়নি, এখন পর্যন্ত তিনি সেখানে আছেন। যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন আর মানুুষ থেমে থাকে না। হাসিনা সরকার ৯১ হাজার কোটি টাকা পাচার করেছে, ব্যাংক থেকে প্রায় ৯৩ হাজার কোটি টাকা নাই। এই টাকাগুলো তারা বিদেশে পাচার করেছে, আর কিছু টাকা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার কাজে ব্যবহার করছে। আমি ধন্যবাদ জানাতে চাই দেশ রক্ষায় ছাত্র ভাইদেরকে, যারা এদেশকে রক্ষা করেছে। সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে। যারা প্রয়োজনের মধ্যে জনগণের পাশে এসে দাড়ায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেদওয়ানুল হক রেদো শাহসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর তিনি রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে আন্দোলনে নিহত ৪ নেতার পরিবারের সাথে সাক্ষাত করেন মির্জা ফখরুল।

এই ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/