• শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে বিষ দিয়ে ৭’শ হাঁস মেরে ফেলার অভিযোগ

Reporter Name / ৭০৯ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

উপজেলা প্রতিনিধি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে দুর্বৃত্তদের দেওয়া বিষে জাহেরুল ইসলাম নামে এক খামারীর ৭’র বেশি হাঁস মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানায় ওই খামারি।

বুধবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম।

খামারি জাহেরুল ইসলাম জানান, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) শীতের কারণে সকাল সাড়ে ১১টায় হাঁসগুলোকে মাঠে ছেড়ে দেই। মাঠে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাস মারা যায়।

তিনি বলেন, কে বা কাহারা মাঠের মাঝখানে বিষ যুক্ত ধান ছিটিয়ে রেখে ছিলো। যে গুলো খাওয়ার পরেই হাঁসগুলো মারা যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা আমার ক্ষতি হয়েছে। পরে সে গুলো গর্ত করে পুতে ফেলা হয়েছে।

জানা গেছে, ৫ বছরের বেশি সময় ধরে জাহিরুল ইসলাম নিজ বাড়ীতে বাণিজ্যিক ভাবে হাঁসপালন করে আসছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে প্রায় ১ হাজারের বেশি হাঁস পালন করে আসছেন তিনি। বড় হলে সে গুলো বিক্রী করে দেন। এ দিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার পরিচালনা করেন এবং ছেলে-মেয়েদের পড়া-লেখার খরচ জোগান। কিন্তু হাঁস গুলো মারা যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, খামারী আবেদন করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

2 responses to “বালিয়াডাঙ্গীতে বিষ দিয়ে ৭’শ হাঁস মেরে ফেলার অভিযোগ”

  1. AlonzoH says:

    Very great info can be found on web site.Blog range

  2. nzzaokybno says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com