জেলা প্রতিনিধি :
ভৈরব : ভৈরবে ছিনতাইকারী চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ল্যাপটপ, ১ টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার পাঁচশত টাকা উদ্ধার করেছে ।
শনিবার (২৫ নভেম্বর) র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ জাহিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ভৈরব উপজেলার কমলপুর গ্রামের জলিল মিয়ার পুত্র মোঃ সাদ্দাম মিয়া (২৭) ও জগন্নাথপুর গ্রামের মৃত বুলবুল মিয়ার পুত্র মোঃ রাসেল মিয়া (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে ।
র্যাব জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাতে ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১টি ল্যাপটপ ১ টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ শত টাকা উদ্ধার করে। র্যাব আরও জানায় ওই ছিনতাই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ ভৈরব এলাকায় ছিনতাই করে আসছে মর্মে স্বীকার করে।
এছাড়া গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ভৈরবের ছিনতাই চক্রের সদস্য। তারা ছিনতাই করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ জাহিদ হাসান বলেন ছিনতাইকারীদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/