হিলি ( দিনাজপুর) প্রতিনিধি : রাস্তার পাশে ফেলে যাওয়া ২ বছরের এক শিশুকে একনজর দেখতে শতাধিক মানুষের সমাগম। রাস্তার উভয় পাশে ইজিবাইক, অটোরিকশা,ভ্যান ও মোটরসাইকেল দাঁড়ানো। অনেকেই প্রথমে কোন সড়ক দুর্ঘটনা মনে করে দাঁড়িয়ে কাছে গিয়ে শিশুটির কান্না শুনে হতভম্ব হয়ে যান।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিরামপুর পৌরশহরের ৬ নং ওয়ার্ডের মাহমুদপুর মুন্সিপাড়ায় ঘটনাটি ঘটে।
শিশুটির বয়স দেড় থেকে দুই বছর। শিশুটিকে ওস্তাদ শহিদুল ইসলামের ঢাকা পান স্টোর দোকানের পাশে ফেলে রেখে যায় এক নারী। স্থানীয়দের ধারণা ঐ মহিলাটিই শিশুটির মা।
শিশুটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে আছে বলে নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মমতাজুল হক।
মাইদুল ইসলাম নামে একজন ব্যাবসায়ী বলেন, আনুমানিক দুপুর ১২ টা ৫৮ মিনিটে একজন অটোরিকশা চালক দোকানের সামনে এসে দাঁড়ায়। সে বলে বাগানে একটি মেয়ে শিশু বাচ্চাকে ফেলে রেখে আমার অটোরিকশায় চড়ে একটা মহিলা যাইতে চায়। অটোরিকশা চালকের সন্দেহ হওয়ায় সে তাকে নেয়নি।
পরবর্তীতে ঐ মেয়েটিকে শিশুটিকে ফেলে রেখে যাওয়ার কারণ জানতে চাইলে সে বলে আমি শিশুটিকে কুড়ে পেয়েছি। এবিষয়ে শিশুকন্যাটিকে কোন এতিমখানা মাদ্রাসায় দেওয়ার কথা বললে সে শিশুটিকে নিয়ে সামনে চলে যায়।
শিশুটির বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মমতাজুল হক মুঠোফোনে বলেন, আমি রংপুর মিটিং এ আসছি। তবে মুঠোফোনে বিষয়টি অবগত হয়েছি এবং বর্তমানে শিশুটি থানা হেফাজতে আছে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিশুটিকে রাজশাহী ছোটমণি নিবাস (বেবী হোমে)পাঠানো হবে। পরবর্তীতে তার পরিবার উপযুক্ত তথ্য প্রমাণাদি দিয়ে সেখান থেকে শিশুটিকে গ্রহণ করতে পারবেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/