• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩য় দিনেও ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবীতে হাজার হাজার শিক্ষার্থী খুলনায় সাংবাদিকদের কাজে বাধাকারিদের শক্ত হাতে দমন করা হবে-সিটি মেয়র বিদ্যালয়ে কর্মচারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের অভিযোগ! কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা রাজাকারের পক্ষে নেতৃত্বদানকারিদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন: পথচারীসহ ৬ জন নিহতের ঘটনায় ব্লাস্টের উদ্বেগ হেলমেট লীগের হিংস্রতা রক্ষী বাহিনীকে ছাড়িয়ে গেছে-মুসলিম লীগ ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত কোটা আন্দোলনে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা

সন্তানের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন !

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও : স্বামীর রেখে যাওয়া ব্যাংক এর টাকা সন্তানকে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক বিধবা মা।

বুধবার (১৩ মার্চ) দুপুরে শহরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের স্থানীয় বাংলার আলো পত্রিকা’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মা সাবেরা বেগম বলেন, আমি একজন বয়স্ক মহিলা। আমার স্বামী পাট কলে চাকুরী করার সুবাদে মৃত্যুর আগে সে আমার নামে সোনালী ব্যাংকে ১২ লক্ষ টাকা রেখে যায়। আমার বড় ছেলে রাজিব (৩৩) দীর্ঘদিন ধরেই সে টাকা নেয়ার জন্যে আমাকে প্রথমে হুমকি ধামকি দেয় এবং সম্প্রতি সে আমাকে শারিরীক নির্যাতন করছে। তার নির্যাতনের শিকার হয়ে আমাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

এতেও সে ক্ষান্ত হয়নি আমার ছোট ছেলে ইমরানের নামে মিথ্যে মামলা দেয়। বড় ছেলে রাজিব জেলা আইনজীবি সমিতিতে পিয়ন পদে চাকুরী করায় আইনজীবি সমিতি এবং পুলিশের কাছ থেকে কোন সহায়তা পাইনি। এ অবস্থায় আমি সাংবাদিকদের দারস্থ হয়েছি।

এমতাবস্থায় আমি আমার ছোট সন্তানকে নিয়ে অসহায় জীবন যাপন করছি। আমি একজন মা হয়ে দেশের মা প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি। না হলে আমাদের বাঁচার কোন পথই আর খোলা দেখছি না বলে অভিযোগ করেন এই মা।

অন্যদিকে বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ এসে ছোট ভাই ইমরান ফরিদ বলেন, আমার মা সহ আমি বর্তমানে খুব অসহায় হয়ে পড়েছি। আমার বাবা, আমার মায়ের নামে ১২ লক্ষ টাকা সোনালি ব্যাংকে জমা রেখেছিল। সে টাকা নেওয়ার জন্য আমার বড় ভাই আমার মাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে এমনকি অনেকবার মারধোরও করেছে। আমি প্রতিবাদ করলে সে আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

আমি একজন ছাত্র, তার দেওয়া মামলার জামিনের জন্য ঠাকুরগাঁওয়ের কোন উকিল আমার পক্ষে মামলা নিচ্ছে না। সুবিচারের জন্য আমি মাকে নিয়ে থানাসহ কোর্টের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছি। কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। আমার বড় ভাই জেলা আইনজীবি সমিতিতে চাকরি করে এই ক্ষমতায় আমার মায়ের ১২ লক্ষ টাকা হাতানোর জন্য সে আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার করছে আপনাদের মাধ্যমে প্রশাসনসহ প্রধানমন্ত্রীর কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/