নিজস্ব সংবাদদাতা
ঠাকুরগাঁও : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের বিক্ষোভ সমাবেশ ঠাকুরগাঁওয়ে পণ্ড করে দিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও ছাত্র-জনতা। এ সময় ধাওয়া খেয়ে পালানোর সময় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠির আঘাতে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ চত্বরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরের পর থেকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জমায়েত হতে থাকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী নানান বয়সের নারী ও পুরুষেরা। তাদের মধ্যে বেশি সংখ্যায় ছিল উঠতি বয়সের ছেলেরা। এক পর্যায়ে তাদের জমায়েত বৃদ্ধি পেলে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে ফিরে যেতে বললে ব্রহ্মচারীর অনুসারীরা পিছন থেকে পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে সেনা সদস্য, পুলিশসহ ছাত্র-জনতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের ধাওয়া করে এবং কয়েক জনকে আটক করে। এ সময় ভয়ে দৌড়ে পালাতে গিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠির আঘাতে অনুসারী ও সাংবাদিকসহ প্রায় ১০জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে ।
এরপর এলাকায় ব্রহ্মচারীর আর কোনো অনুসারীকে দেখা যায়নি। এদিকে শহরের প্রতিটি এলাকায় সেনাবাহিনীর টহল দল টহল জোরদার করেছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Başakşehir su kaçak tespiti Banyodaki su kaçağını bulmak için kırmadan dökmeden çalıştılar. Çok titiz ve düzenli bir ekipti. Gülşen Z. https://www.benedeek.com/ustaelektrikci