• মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

হাকিমপুরে ফুটবলকে কেন্দ্র পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ; আহত-১০

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

হিলি ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা অস্থায়ী মাঠে প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবীতে তৌহিদী জনতার সাথে আয়োজক কমিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের  কমপকেষ ১০-১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা অস্থায়ী মাঠে এ ঘটনা ঘটে।

সরোজমিনে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে বাওনা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে অস্থায়ী মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরমধ্যে টিকিট করে প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আয়োজক কমিটি। অপরদিকে উক্ত খেলা বন্ধের দাবীতে তৌহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ঘটনা স্হলে গিয়ে পৌছায়।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের এএসপি আ ন ম নিয়ামত উল্লাহ, অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিঞা, তদন্ত ওসি জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি দল দুই পক্ষের লোক জনের সাথে কথা বলে পরিবেশ শান্ত এবং খেলা বন্ধ করার চেষ্টা করে।

প্রশাসন আয়োজক কমিটির সাথে কথা বলতেছিলো এরমধ্যে কয়েকজন যুবক লাঠি তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলের লোকজনের উদ্দেশ্য এগিয়ে যায়। এসময় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন।

তৌহদী জনতার এক ব্যক্তি অভিযোগ করে বলেন, বাওনা গ্রামের যুব সমাজের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এরমধ্যে এই প্রমীলা ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে। তখন আমরা এই খেলা বন্ধের দাবীতে প্রশাসনের নিকট স্মারকলিপি দেই এবং বিক্ষোভ করি। তারা আমাদের আশ্বাস দেয় এই খেলা চলবে না।

আজ আবার তারা খেলা চালুর জন্য এলাকায় মাইকিং করে এবং মিথ্যা কথা বলে ডিসি মহোদয় অনুমতি দিয়েছে।

আমরা বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনা স্হলে পৌঁছালে পুলিশ আমাদের বলে আপনারা শান্ত থাকেন আমরা বন্ধের ব্যবস্থা করছি। এরমধ্যে প্রশাসনের উপস্থিতিতে আয়োজক কমিটির লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং মারামারি সময় পুলিশ কোন ভূমিকা নেয় নাই। এমন কি পুলিশ বাঁশিতে ও ফু দেয় নাই। এতে আমাদের গালিব, আব্দুর রহমান, রায়হান সহ সাত জন ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, প্রমীলা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা ঘটনা স্হলে উপস্থিত হয়ে দুই পক্ষের লোকজনদের শান্ত করার চেষ্টা করেছি। কিছু লোকজন অতর্কিত হামলা চালায় ফলে সেখানে ৪-৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

তিনি আরও বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই খেলার সাথে জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে এই মাঠের ফুটবল টুর্নামেন্ট বন্ধ সহ হাকিমপুর উপজেলায় কোন মাঠে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে না বলে জানান তিনি।

হাকিমপুর ও ঘোড়াঘাট থানার সার্কেল এএসপি আ.ন.ম নিয়ামত উল্লাহ জানান, এখানে অনুমতি ছাড়েই প্রমীলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমি ঘটনা স্হলে এসে পৌঁছে আয়োজক কমিটির ভালোর জন্য দশ মিনিট সময় দেই এবং তৌহিদী জনতা কে খেলা বন্ধ করে দেওয়া হবে বলে আশ্বাস দেই। আমরা মাঠে গিয়ে তাদের সাথে কথা বলে মাঠের চতুর পাশের কাপড় খোলার ব্যবস্থা করি।

এসময় তৌহিদী জনতার লোকজনের উপর অতর্কিত হামলা চালায় আয়োজক কমিটির কিছু লোকজন। এসময় পর্যাপ্ত পুলিশ না থাকায় পুলিশ সেরকম কোন ভূমিকা নিতে পারে নাই। তবে পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

One response to “হাকিমপুরে ফুটবলকে কেন্দ্র পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ; আহত-১০”

  1. Kuşadası eğlence escort Mert E. (⭐️⭐️VIP konvoyda araç bakıma alınmış, eski model araba geldi. Hayal kırıklığı. http://pcwebim.com/?p=17549

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com