• মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ শ্রমিকে কারাদণ্ড

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

হিলি (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে বালু বহনের অপরাধে দুই শ্রমিককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ ) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলায় পাশে দিয়ে প্রবাহিত করতোয়া নদীর শালিকাদহ এলাকা থেকে ট্রাক্টর দিয়ে অনুমোদনহীনভাবে বালু পরিবহন করছিলেন শ্রমিক শ্রী পল্লব কুমার(২৪) ও শাহিদ হোসেন(২০)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com