পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে একরাতেই পৃথক পৃথক স্থান থেকে কৃষকের দুই স্যালোমেশিন চুরির ঘটন ঘটেছে ।
বুধবার (১৫মে)রাত ১২ টা থেকে ৩ টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের সিংগীমারী ধোদারপাড়া গ্রামের পুর্ব দিকে করতোয়া নদীর দুই পাড়ে বোরোর জমিতে সেচ কাজে ব্যাবহ্ত ওই গ্রামের কৃষক হারুন ও মোহসিন রেজার দুটি স্যালোমেশিন নিয়ে যায় চোরের দল।
কৃষক হারুনের ধারনা স্থানীয় কিছু কুচক্রীর সমন্বয়ে এই পরিকল্পিত চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানান। একই কথা বলেন মোহসিন রেজার।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি ( তদন্ত) বলেন অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/