• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত, আহত-৩ ইউপি ভূমি সহকারী কর্মকর্তার দুর্নীতি তদন্তে, কর্মকর্তা নিয়োগ ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু আদিবাসীদের নিয়ে দিনব্যাপী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত সাংস্কৃতিক চর্চার আরেক প্রাণ পুরুষ রবিউল আজম ঠাকুরগাঁয়ে একটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন বন্যার্তদের ৪ লাখ টাকা দিলেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা খুলনা জুট ওয়ার্কার্স ইনষ্টিটিউটের সম্পত্তি  রক্ষায় সভা অনুষ্ঠিত এমপি’র ছোঁয়ায় শত কোটি টাকার মালিক মুক্তা রাণী ! বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণপূর্বক পুনর্বাসনের আহবান কৃষি উপদেষ্টার

জানমালের নিরাপত্তা দিতে পাড়া-মহল্লায় পাহাড়া চৌকি বসিয়েছে বিএনপি

Reporter Name / ২৯৪ Time View
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

খুলনা ব্যুরো : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি খুলনাবাসির ব্যবসায়ী প্রতিষ্ঠান ও জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় পাড়া-মহল্লায় মহল্লায় পাহারা চৌকি বসিয়েছে নেতাকর্মীরা। দিনরাত পাড়া-মহল্লার বিভিন্ন মার্কেট, মন্দির, গীর্জা পাহারা দিচ্ছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে খুলনা শপিং কমপ্লেক্স, রেলওয়ে মার্কেট, মশিউর রহমান মার্কেট, সোহরোওয়ার্দী মার্কেট, হর্কাস মার্কেট, সোনাপট্টি, হার্ডমেটাল গ্যালারী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে। চক্রান্তের মধ্যদিয়ে তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে। বিভিন্ন এলাকায়, শহরে বন্দরে ভাঙচুর ও লুটপাট করছে তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা এই ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত ও দুষ্কৃতকারী এবং তাদের লোক, যারা এদেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। সজাগ ও সাবধান থাকবেন, বার বার আমাদের বিজয়কে ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়েছে।

তিনি ব্যবসায়ী দোকানপাট খুলে পুর্বের ন্যায় ব্যাবসা পরিচালনার জন্য আহবান জানিয়ে আরো বলেন ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর খুলনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও হামলা শুরু করে একশ্রেণীর দুর্বৃত্ত। শহর জুড়ে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক শুরু হয়েছিলো।

এসময় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি কোন ধ্বংসাত্বক কর্মকান্ডে জড়িত নয়, একশ্রেনীর লুটেরা ছাত্র জনতার বিজয়কে ম্লান করতে লুটপাট শুরু করেছে। লুটেরাদের খুজে বের করে আইনের মুখোমুখি দাড় করানো হবে। লুটেরাদের শাস্তি এদেশের মাটিতেই হবে। এরপর নেতৃবৃন্দ খালিশপুরস্থ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের ভষ্মিভূত বাড়ি পরিদর্শনে যান।

খবর পেয়ে এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক আসেন। দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া বিএনপি নেতা বকুলের বাড়ি দেখে তিনি বিষ্ময় প্রকাশ করেন এবং অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার আশ^াস দেন। পুলিশ কমিশনার বিএনপি নেতাদের থানায় মামলা দায়েরের আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, বদরুল আনাম খান, কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, এড. মোহাম্মাদ আলী বাবু, সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীরসহ অনেকে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/